নতুন ইতিহাস গড়লেন রোনালদো

উইয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন ক্রিশ্চিয়ানো রোনালদো শো । এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার আর রিয়েল মাদ্রিদের হয়ে তিনবার ইউরোপের সর্বোচ্চ আসরের এই শিরোপা জিতেছেন তিনি । শুধু তাই না , এই আসরের সর্বকালের সেরা গোলদাতাও আধুনিক ফুটবলের সম্রাট । পর্তুগীজ ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া রোনালদো ইউরোপের বনেদি এই ফুটবল আসরে গড়েছেন আরেকটি নতুন রেকর্ড । চ্যাম্পিয়ন্স লীগে এক বছরে সবচেয়ে বেশী গোলের মাইল ফলক গড়লেন সিআর-সেভেন । নিজের আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন তিনি ।
মঙ্গলবার রাতে নিজেদের ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ ব্যবধানে হারিয়েছে রিয়েল মাদ্রিদ । ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করেন রোনালদো । এই নিয়ে এবারের আসরের পাঁচ ম্যাচে আট গোল করলেন পর্তুগিজ অধিনায়ক।
এছাড়া সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লীগে তার গোলের সংখ্যা ১১৩ । এই আসরে তার চেয়ে বেশী গোল আর কারও নেই । বার্সেলোনার লিওনেল মেসি ৯৭ গোল নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে । আর রিয়েলের সাবেক তারকা রাউল গঞ্জালেস ৭১ গোল নিয়ে অবস্থান করছেন তৃতীয় স্থানে ।
এদিকে মঙ্গলবারের ম্যাচে আরেকটি ইতিহাস গড়েছেন রিয়েলে মাদ্রিদের এই সুপারস্টার । জোড়া গোল করে নিজের আগের রেকর্ড ভেঙ্গে ১৮ গোলের নতুন ইতিহাস গড়লেন রোনালদো।
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে এক বছরে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড এতদিন রোনালদোর দখলেই ছিল। ২০১৫ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এ রেকর্ড গড়েন পর্তুগিজ সুপারস্টার। অ্যাপোয়েলের বিপক্ষে মাঠে নামার আগে এবার ১৬ গোল নিয়ে সমানে সমান ছিলেন রোনালদো।
২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৮ গোল নিয়ে এখন নতুন উচ্চতায় রোনালদো। তবে নিজের এই রেকর্ড আর উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদ তারকার সামনে। আগামী ৬ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চলতি বছরে আরও একটি ম্যাচ বাকি রয়েছে রিয়াল মাদ্রিদের। ওই ম্যাচে গোল পেলে আর উঁচুতে পৌছে যাবেন লস ব্লাঙ্কোস তারকা।
আজকের বাজার: সালি / ২২ নভেম্বর ২০১৭