নতুন উদ্যোক্তা তৈরীতে ‘জাবিয়ান বিজনেস কার্নিভাল’

নতুন উদ্যোক্তা তৈরী ও ব্যবসায়ীদের মাঝে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আয়োজন করতে যাচ্ছে ‘জাবিয়ান বিজনেস কার্নিভাল’।

কার্নিভ্যালটি ‘জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক’ এর আয়োজনে রাজধানীর পান্থপথে অবস্থিত ‘সামারাই কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত হবে।

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের এ কার্নিভ্যালটি ১৩ এপ্রিল  শুরু হয়ে ১৪ এপ্রিল রাত ১০টায় শেষ হবে।

বর্ণিল এ আয়োজনে উদ্যোক্তারা নিজেদের নতুন পণ্য ও সেবা প্রদর্শন করবেন। জাবিয়ান আড্ডা,সফল ব্যবসায়ীদের সম্মাননা প্রদান ও বর্ষবরণ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।

সম্প্রতি জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কার্নিভ্যালের আহ্বায়ক মূর্তজা মূর্শেদ গোলাম কিবরিয়া খান লোদী।

তিনি বলেন, ‘চাকরির পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে এ আয়োজন করছি। এর মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের সবার মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরী হবে এবং প্রবীণদের কাছ থেকে নতুন উদ্যোমে, ভিন্ন আঙ্গিকে ব্যবসা-বানিজ্য করার প্রদ্ধতি জানা যাবে।’ এ সময় জেবিএনের অন্যতম সংগঠক সুরাইয়া ফেরদৌস, মোহাম্মদ আলী জিন্নাহ, সাগর হাছনাথ, প্রবীর কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/রাসেল