পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নতুন উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘ফাইবার ডাইং ইউনিট’ নামে একটি নতুন উৎপাদন লাইন স্থাপন করবে কোম্পানিটি। এতে কোম্পানিটির প্রতি দিন উৎপাদন হবে পাঁচ মেট্রিকটন। নতুন উৎপাদন লাইন স্থাপনের পর কোম্পানিটির প্রতি মাসে রাজস্ব আয় হবে সাড়ে চার কোটি টাকা। আর এতে কোম্পানিটির প্রতি মাসে মুনাফা হবে ৪৫ লাখ টাকা।
নতুন এই ইউনিটের কাজ স্থাপন করতে কোম্পানিটির ছয় লাখ ডলার ব্যয় হবে, যা বাংলাদেশী টাকায় চার কোটি ২০ লাখ টাকা।