শেয়ারবাজার মেলায় নতুন একাউন্ট খুললে পুঁজিবাজার বিষয়ক এক সপ্তাহের ফ্রি ট্রেনিংয়ের অফার দিচ্ছে শার্প সিকিউরিটিজ।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপোর প্রথম দিন ৭ ডিসেম্বর বৃহস্পতিবার শার্প সিকিউরিটিজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম পান্না এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন একাউন্ট যারা খুলবে তাদের জন্য আরো একটি বিশেষ অফার মেলা উপলক্ষে আমরা দিচ্ছি। নতুন যারা একাউন্ট খুলবেন, তারা আগামী ৬ মাসের মধ্যে যে কমিশন আমাদেরকে দিবেন, তার ২৫ শতাংশ আমরা তাদেরকে ক্যাশব্যাক করবো। এই ২টি অফার আমরা মেলা উপলক্ষেই দিচ্ছি। এর বাইরে আমাদের আর কোন অফার নেই।
আজকের বাজার:এলকে/এলকে ৭ ডিসেম্বর ২০১৭