ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদানকে স্বাগত জানিয়ে এবং নতুন কমিটি ঘোষণায় গাজীপুরে আনন্দ মিছিল করেছে গাজীপুর মহনগর জাতীয় পার্টি।
রবিবার সকালে জেলা শহরের শিববাড়ি এলাকার মহানগর জাতীয় পার্টির উদ্যোগে পার্টির কার্যালয়ের সামনে থেকে ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করেন জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা। মিছিলটি রাজবাড়ি রোড ও মসজিদ রোডসহ বিভিন্ন সড়ক ঘুরে আবারও শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
এতে নবগঠিত গাজীপুর মহানগর কমিটির সদস্য সচিব সিটি কাউন্সিলর মোশারফ হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুদ, যুব সংহতির মহানগর সভাপতি জাকির হোসেন, সদর জাপার সাধারণ সম্পাদক জহিরুল সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে আহ্ববায়ক ও মোশারফ হোসেনকে সদস্য সচিব করে গাজীপুর মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।