কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের পর এবার ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানাসহ নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৯জন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে মোট ১৫৯ টি স্যাম্পলের মধ্যে জেলার সদর উপজেলায় ৯ জন, ভেড়ামারা উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ১ জন, খোকসা উপজেলায় ৩ জন ও দৌলতপুর উপজেলায় ৩ জন মোট ১৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
কুষ্টিয়ার সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা কমলাপুর, বাড়াদি (মোল্লা পাড়া), কালিশংকরপুর, টালিপাড়া, টাকিমারা, মোল্লাতেঘরিয়া ও ৩ জনের পুলিশ লাইন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা পৌরসভা শহর ও ধরমপুর। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা তেঘরিয়া। খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা ১ জন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২ জন খোকসা থানা। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা এসি (ল্যান্ড) অফিস, সোনালী ব্যাংক ও চকদৌলতপুর।
গত ৭ জুন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন করোনায় আক্রান্তের পর সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া ভেড়ামারা পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা করোনায় আক্রান্ত হয়েছেন। ঈদের পর থেকে লাফিয়ে-লাফিয়ে কুষ্টিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান