বগুড়ায় গত ২৪ ঘন্টায় কেউ নতুন করে করোনায় আক্রান্ত না হওয়ায় বগুড়ার মানুষ ও চিকিৎসকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী বগুড়া শজিমেক-এর পিসিআর ল্যাবে ১৮৮টি করোনা নমুনা পরীক্ষায় নতুন কোনো ব্যাক্তি কোভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। বগুড়া জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত ১০ টায় জানান, বগুড়া শজিমেক-এর পিসিআর ল্যাবে ১৮৮ টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে বগুড়ার ৪৮ জনের পরীক্ষায় সব গুলো নেগেটিভ। অর্থাৎ কেউ আক্রান্ত হয়নি।
এছাড়া জয়পুরহাট জেলায় নমুনা পরীক্ষায় ১৩৯ জনের কেউ সংক্রমিত হয়নি। সিরাজগঞ্জে ১ জনের নমুনা পরীক্ষাও ছিল নেগেটিভ। মাত্র ১ জন পুরোনো রোগীর আবারো পজেটিভ এসেছে। তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতলের আইসোলেশন ওয়ার্ডে আছেন। ওই ব্যাক্তির পর-পর তিন বার নমুনা পরীক্ষায় পজেটিভ হয়েছে। বগুড়ায় গত ১ মাসে ২০ জনের করেনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২ জন চিকিৎসা সেবা নিয়ে বাড়ি গেছেন। এর মধ্যে ৭ জন আইসোলেশনে আছে অবশিষ্টরা তাদের নিজ-নিজ বাড়িতে থেকে আইসোলেশনে আছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান