নতুন করে ট্রেড ইউনিয়নের অনুমতি দেওয়া হবে না

দেশে নতুন করে ট্রেড ইউনিয়নের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যমান ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমেই ট্রেড ইউনিয়নের কাজ চালানো সম্ভব বলে মনে করেন তিনি।
আজ মঙ্গলবার শ্রম আইন সংশোধন বিষয়ক এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এমনসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। শ্রম আইন সংশোধন বিষয়ে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ ঠিক রেখেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে। আজ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আইন সংশোধনের বিষয়ে অবগত করা হয়েছে, প্রধানমন্ত্রী এই বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানান মন্ত্রী। আর জাতীয় সংসদের আসছে শীতকালীন অধিবেশনে সংশোধিত নতুন শ্রম আইন পাস হবে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, আগামীকাল জেনাভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠকে বাংলাদশের পক্ষ থেকে শ্রম আইন সংশোধনের প্রস্তাব তোলা হবে।
আজকের বাজার: সালি / ২১ নভেম্বর ২০১৭