নতুন করে বন্ড ইস্যু করবে ইউনিয়ন ক্যাপিটাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল নতুন করে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে কোম্পানিটি আগের বন্ড ইস্যুর সিদ্ধান্ত বাতিল করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন করে ২০০ কোটি টাকার অনিরাপদ সাব-অর্ডিনেটেড রিডামবল নন-কনভার্টেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটি শুধুমাত্র প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফেসভ্যালুতে ইস্যু করা হবে।

প্রতি ইউনিটের ফেসভ্যালু এক কোটি টাকা। ৭ বছর মেয়াদী বন্ডের গ্রেস পিরিয়ড ২ বছর। কুপন রেঞ্জ ৯ শতাংশ থেকে ১২ শতাংশ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে কোম্পানিটি।

প্রসঙ্গত, ইউনিয়ন ক্যাপিটাল ২০১৭ সালের ৭ মে ২৫০ কোটি টাকার অনিরাপদ সাব-অর্ডিনেটেড রিডামবল নন-কনভার্টেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত জানিয়েছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটি ওই সিদ্ধান্ত বাতিল করেছে।