বেইজিংয়ের দক্ষিণে ১১ টি আবাসিক এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে নতুন করে করোনাভাইরাসের গুচ্ছ সংক্রমণের কারণে এ লকডাউন আরোপ করা হলো। এ এলাকার পাশেই মাংসের একটি বাজার রয়েছে। আর এ বাজার থেকে ওই এলাকায় ভাইরাসটি ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
কর্মকর্তারা আরো জানান, ওই এলাকায় এ পর্যন্ত সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা কোন না কোনভাবে জিনফাদি মাংসের বাজারের সাথে সম্পৃক্ত। শনিবারের পরীক্ষায় এদের মধ্যে ছয়জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
সেখানে এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী ৯ টি স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছে।