ইউক্রেন বাহিনী তাদের পূর্বাঞ্চলের যুদ্ধ ক্ষেত্রে নতুন করে একাধিক হামলা চালিয়ে অগ্রসর হওয়ার দাবি করেছে।
তারা দনবাস অঞ্চলে রুশ বাহিনীকে মোকাবেলা করে সেখানে আরো কিছু এলাকা দখলে নেয়ার দাবি করে।
একজন মন্ত্রী শনিবার এ কথা জানান। খবর এএফপি’র।
উপ প্রতিরক্ষা মন্ত্রী গান্না মালিয়ার বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ওরিখোভো-ভাসিলিভকা, বাখমুত, দানিভকা, ইয়াগিদনে, ক্লিশচিভকা এবং কুর্দিউমিভকা শহরের কাছে রুশ বাহিনীর সাথে লড়াই করছে।
সকল দিক থেকেই অগ্রগতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।