ইউনাইটেড এয়ারলাইন্স মঙ্গলবার জানিয়েছে, তারা নতুন করে বোয়িং ও এয়ারবাসের ১১০টি বিমান ক্রয়ের অর্ডার দিয়েছে। তারা আরও ৯০টি বিমান ক্রয়ের আগ্রহ ব্যক্ত করেছে। এমন একটি বড় চুক্তি বিমান পরিবহন খাতে আস্থার ইঙ্গিত দিচ্ছে। খবর এএফপি’র।
ইউএস এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, তারা ৫০টি বোয়িং ৭৮৭-৯ এবং ৬০টি এয়ারবাস এ৩২১নিও বিমান ক্রয়ের অর্ডার দিয়েছে। ২০২৮ সালের মধ্যে এসব বিমানের সরবরাহ শুরু হবে।
দু’টি প্রতিষ্ঠানের একেবারে সাম্প্রতিক মূল্য তালিকা অনুযায়ী এসব বিমানের মোট মূল্য ২২৪০ কোটি ডলার।
ইউনাইটেডের প্রধান নির্বাহী স্কট কিরবি এক বিবৃতিতে বলেন, ‘এ ব্যাপারে আমি নিশ্চিত যে, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন রুটে আমাদের ক্রমবর্ধমান ফ্লাইটের সুযোগ কাজে লাগাতে আমাদের বিমান বহরে নতুন বিভিন্ন বিমান যুক্ত করা অব্যাহত রাখা হবে।’
ইউনাইটেড এয়ারলাইন্স ২০২৩ থেকে ২০৩২ সালের মধ্যে নতুন করে মোট ৪শ’টি ন্যারো ও ওয়াইডবডির বিমান হাতে পাওয়ার আশা করছে। (বাসস ডেস্ক)