সারা দেশে গত ২৪ ঘণ্টায় শীতজনিত নানা রোগে পাঁচ হাজার ৫২৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭৭৭ জন রোগী তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য চিকিৎসা নিয়েছেন বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
এছাড়া, এক হাজার ৯২৬ জন ডায়রিয়া এবং জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরের মতো অন্যান্য রোগ নিয়ে দুই হাজার ৮২৪ জন হাসপাতালে এসেছেন বলে কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে জানা গেছে। দেশব্যাপী শীতজনিত রোগের কারণে ১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ে ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান