শাহ্জাহান সাজু: নতুন আয়কর আইন প্রণয়ন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইনের খসড়া সহজ বাংলা ভাষায় প্রণয়ণ করে শিগগির মন্ত্রীসভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয় মন্ত্রী পরিষদ বিভাগ।
নতুন আয়কর আইনের খসড়ায় প্রজ্ঞাপন দিয়ে কর আরোপের বিধান পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতি কিংবা জাতীয় দুর্যোগেই কেবল এমন সুযোগ থাকবে। পাশাপাশি, বিদ্যমান আইনের মতো নতুন আইনেও কর রেয়াত দেওয়ার সুযোগ থাকছে। মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে,‘আয়কর অধ্যাদেশ ১৯৮৪’ প্রতিস্থাপনের লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নতুন আয়কর আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য গত ২২ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করে। কিন্তু প্রয়োজনীয় যাচাই-বাছাই ও সংশোধন শেষে পরবর্তীতে উপস্থাপনের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে নির্দেশ দেয় মন্ত্রিসভা। সেই সঙ্গে ‘আয়কর আইন, ২০১৭’-এর খসড়া ফেরত পাঠানো হয়। নতুন আয়কর আইনটির ভাষা সহজ বাংলা এবং এটির ইংরেজি অনুবাদও থাকছে।
এ আইন অনুযায়ী, যেকোনো কর আরোপের প্রস্তাব জাতীয় সংসদে পাস করাতে হবে। অন্যদিকে , ঢালাওভাবে কর রেয়াত না দিয়ে জরুরি পরিস্থিতি কিংবা বিনিয়োগের সুবিধার বিষয়টি বিবেচনা করা হবে।
নতুন আইনে করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমায় তেমন কোনো বড় পরিবর্তন আসছে না। তবে ডিজিটাল পদ্ধতিতে রিটার্ন জমার সুযোগ থাকবে। নতুন আইনে টাকা পাচার প্রতিরোধে নতুন আইনের খসড়ায় একাধিক ধারা থাকছে।
এ ছাড়া নতুন আইনে বিদ্যমান আইনের বিষয়গুলোর পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বল্ওে জানা যায়।
এ বিষয়ে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের বাজারকে বলেন, সহজ, করদাতা-বিনিয়োগবান্ধব ও হয়রানিমুক্ত নতুন আয়কর আইন (প্রত্যক্ষ কর আইন) প্রণয়ন করা হচ্ছে। সার্বিকভাবে গণমুখী একটি কর আইন তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ দিয়ে দেশের আয়কর ব্যবস্থা চলছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম মেয়াদে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কাস্টমস আইন যুগোপযোগী করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে নতুন আয়কর আইন প্রণয়ন করা হচ্ছে।
আজকের বাজার:এসএস/১৫ডিসেম্বর ২০১৭