নতুন কোচ পেল রংপুর রেঞ্জার্স

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোচ হিসেবে রংপুর রেঞ্জার্সের দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেল। এর আগে বিসিবি জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ারকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু তার কাছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং কোচের প্রস্তাব আসায় তা লুফে নেন। বিপিএল থেকে নিজেকে সরিয়ে নেন ফ্লাওয়ার।

নতুন কোচ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জার্সের টিম ডিরেক্টর আকরাম খান।

আকরাম খান বলেন, ‘গ্র্যান্ট ফ্লাওয়ার আমাদের প্রধান কোচ ছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছে। সেখানে সে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন। পরবর্তীতে আমরা মার্ক ও’ ডনেলের সঙ্গে যোগাযোগ করেছি। সে আমাদের কোচ হিসেবে যুক্ত হচ্ছেন।’

মার্ক ও’ডনেল নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগে অকল্যান্ডকে দীর্ঘদিন কোচিং করিয়ে আসছেন। এছাড়া আবুধাবিতে টি-১০ ও টি-টুয়েন্টি লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফ্রাঞ্চাইজি বাদ দিয়ে এবার আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। ১১ ডিসেম্বর শুরু হচ্ছে মাঠের লড়াই। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। রংপুর রেঞ্জার্সের প্রথম ম্যাচ কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে।

আজকের বাজার/আরিফ