নতুন কোম্পানির শেয়ারে লেনদেন কমেছে

পুঁজিবাজারে সপ্তাহের ব্যবধানে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এর ধারাবাহিকতায় অন্যান্য শেয়ারের পাশাপাশি নতুন কোম্পানির শেয়ারের (‘এন’ ক্যাটাগরি) লেনদেনও কমেছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গেলো সপ্তাহে ডিএসইতে নতুন কোম্পানির শেয়ারে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার টাকা। আগের সপ্তাহে এসব শেয়ারে ১১১ কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে আলোচ্য শেয়ারের লেনদেন কমেছে প্রায় ২৬ কোটি টাকা।

পর্যালোচনায় দেখা গেছে, শুধু নতুন কোম্পানিই নয় মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিরও লেনদেন সপ্তাহের ব্যবধানে কমেছে। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৬৮৪ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৫০৮ কোটি ৬৪ লাখ ৭১ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ‘এ’ ক্যাটাগরি শেয়ারের লেনদেন কমেছে ৮২৩ কোটি টাকা।

তবে জেড ক্যাটাগরির শেয়ারে লেনদেন সামান্য বেড়েছে। গেলো সপ্তাহে এসব শেয়ার ৫২ কোটি ৪১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৫১ কোটি টাকা।