ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরও ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ না করে বরং নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে পিয়ংইয়ং গণমাধ্যমের এ খবরে বলা হয়েছে ।
নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, স্পাই স্যাটেলাইট থেকে পাওয়া গোপন ছবির মাধ্যমে দেখা গেছে যে, পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক মিসাইল তৈরির একটি কারখানায় এখনও মিসাইল তৈরীর কার্যক্রম চলছে।
গত জুনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পরমাণু নিরিস্ত্রিকরণের বিষয়ে সম্মতি জানায় পিয়ংইয়ং।
বৈঠকের পর দু’জনই পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম কমিয়ে আনার বিষয়ে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ওই বৈঠকের পর ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া এখন আর পারমাণবিক হুমকি নয়। তবে কিমের পক্ষ থেকে কোনো নিশ্চিত প্রতিশ্রুতি আদায় করতে না পারায় যুক্তরাষ্ট্রে সমালোচনার শিকার হন ট্রাম্প।
সোমবার ওয়াশিংটন পোস্ট পত্রিকা মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানুমডং কেন্দ্রে একটি বা দু’টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে উত্তর কোরিয়া। ওই কেন্দ্র থেকেই যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা সম্পন্ন প্রথম মিসাইল হুয়াসং-১৫ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছিল উত্তর কোরিয়া।
এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, স্যাটেলাইটে পাওয়া ছবি থেকে ওই ক্ষেপণাস্ত্র কেন্দ্রে যানবাহন ঢুকতে ও বের হতে দেখা গেলেও মিসাইল তৈরির কার্যক্রমের পরিসর সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
আজকের বাজার/আরআইএস