দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আর্থিকখাতের সব প্রতিষ্ঠানের জন্য নতুন গাইড লাইন তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এই গাইডলাইন আগামী বছরের ১ জানুয়ারি থেকে দেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে অবশ্যই মেনে চলতে হবে। তবে এর আগে সব ব্যাংককে নিজ প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়ন করতে হবে। সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গাইডলাইন্সের আলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উক্ত কোড অব কন্ডাক্ট যথাযথভাবে অনুসরণ/পরিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো।
প্রসঙ্গত, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংক কোড অব কন্ডাক্ট ফর ব্যাংকস অ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নামে একটি গাইডলাইন তৈরি করা করেছে। গাইডলাইনটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এ পাওয়া যাবে।
আজকের বাজার:এলকে/এলকে ৬ নভেম্বর ২০১৭