নতুন ছবিতে সানি লিওন

ছবি ইন্টারনেট

বলিউডে তার অভিষেক অনেক আগেই। এরই মধ্যে জায়গাও করে নিয়েছেন। জানান দিয়েছেন নিজের অভিনয় দক্ষতার। এবার ভারতের তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে সাবেক এই পর্ণ স্টারের। ছবির নাম ‘বিরামদেবী’৷ ছবিতে একজন যোদ্ধার ভূমিকায় দেখা যাবে তাকে৷ তামিল, তেলেগু, কান্নাডা, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

জানা গেছে, বিশাল বাজেটের এ ছবিটিতে কম্পিউটার গ্রাফিকস এর প্রাধান্য থাকতে পারে। স্টিভস কর্নারের ব্যানারে চলচ্চিত্রটির প্রযোজনা করবেন পনসে স্টেফান। ছবিতে অভিনয় করার জন্য সানি তলোয়ার চালনা এবং ঘোড়া চালনায় প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নেয়ার জন্য পাঁচ মাস সময় লেগেছে।

আরএম/