নতুন ছবির শুটিং করছেন মাহি

বাংলা চলচিত্রে সমান তালে সিনেমায় অভিনয় করে চলেছেন মাহিয়া মাহি। এবার নতুন একটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন মাহি। ছবিটির নাম ‘ও মাই লাভ’।

আগামী ১ আগস্ট থেকে শাকিব খানের শুটিং হাউজ জান্নাতে এই সিনেমার শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন আবুল কালাম আজাদ।

এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার একজন নায়ক। আগামী ৩০ জুলাই বাংলাদেশে আসবেন এই নায়ক। এমনটাই জানালেন প্রযোজক মোহাম্মদ হিমেল। সিনেমার শুটিং প্রসঙ্গে হিমেল বলেন,‘ আমরা নায়কের নামটি পরে ঘোষণা করতে চাচ্ছি। ১ আগষ্ট থেকে পুবাইলে নায়ক-নায়িকাকে নিয়ে শুটিং শুরু হবে। এখানে ৭ দিন শুটিং করে আমরা এফডিসিতে শুটিং করবো। ইচ্ছে আগে টানা শুটিং করেই সিনেমাটির কাজ শেষ করবো।’

মাহির সর্বশেষ চলচ্চিত্র ‘পলকে পলকে তোমাকে চায়’ ছবিটি দর্শক প্রিয়তা পেয়েছে। এই ছবিতে মাহির নায়ক ছিলেন বাপ্পী। ছবিটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ শানু। মাহি বর্তমানে ব্যস্ত রয়েছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’ নিয়ে। ছবিতে মাহি কাজ করছেন ছোট পর্দার অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে।

মুক্তির অপেক্ষায় আছে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে। ছবিতে তিনি জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক সাইমনের বিপরীতে।

আজকের বাজার/আরআইএস