‘আয়নাবাজি’ মুক্তির দুই বছর পর ফের নতুন ছবি নিয়ে আসছেন অমিতাভ রেজা।
এরইমধ্যে ছবিটি নির্মাণের জন্য তিনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘পুনরুজ্জীবন’ ছবির চুক্তিবদ্ধ হয়েছেন।
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন অমিতাভ রেজা। প্রথমে ‘রিকসাগার্ল’ নামে একটি ছবির কথা শোনা গিয়েছিল।
পরবর্তীতে শোনা গেছে, অন্য একটি ছবির জন্য দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের শিডিউলের জন্য ঘুরছেন।
যদিও এসব খবরের ব্যাপারে মুখ খোলেননি এ নির্মাতা। অবশেষে জানা গেল তার নতুন ছবির খবর। ছবির পাত্র-পাত্রী এখনও চূড়ান্ত করা হয়নি। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আজকের বাজার/আরআইএস