২০১৯ সালে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গড়তে দিল্লিতে কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মমতা।
মঙ্গলবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-এনসিপির শারদ পাওয়ার ও শিব সেনার সঞ্জয় রাউতসহ তেলেগু দেশম পার্টি-টিডিপি, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল-আরজেডি ও বিজু জনতা দলের-বিজেডি নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন মমতা।
বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, বিজেপি দেশজুড়ে ক্ষমতার অপব্যবহার করছে এবং মানুষের কাছে দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে। পাশাপাশি উত্তর প্রদেশে বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী ও সমাজবাদী পার্টির আখিলেশ যাদবের সঙ্গেও বৈঠকের আগ্রহ প্রকাশ করেন মমতা।
এছাড়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাথেও বৈঠকের কথা রয়েছে তার। যদিও রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের সমালোচনা করে ইউপিএ জোটে যোগ না দেয়ার কথা জানান তিনি
আজকের বাজার/আরজেড