নতুন টেলিছবিতে কাজ করছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চম্পা। নতুন এই টেলিছবির নাম ‘মানুষ’। বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা কাহিনীতে ‘মানুষ’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর।
রাজধানীর কাওলা এলাকায় সম্প্রতি দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে চম্পা বলেন, ভালো গল্পের কাহিনীতে কাজ করার জন্য সব সময়ই অপেক্ষায় থাকি। ‘মানুষ’ গল্পটির কাহিনী আমার কাছে বেশ ভালো লেগেছে।
একটি মধ্যবিত্ত পরিবারের জীবনের গল্প দর্শকরা এখানে দেখতে পাবেন। এখানে আমার বিপরীতে ফজলুর রহমান বাবু অভিনয় করছেন। আশা করি, নতুন এ কাজটি দর্শক পছন্দ করবেন। নির্মাতা সুমন ধর বলেন, গতকালই আমরা ‘মানুষ’ টেলিছবির দৃশ্যধারণের কাজ শুরু করেছি। আশা করছি, আমার এ কাজটি দর্শকের হৃদয় স্পর্শ করবে।
‘মানুষ’ টেলিছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, মেহজাবিন প্রমুখ। সবশেষ গত বছর এস এ হক অলীকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে কাজ করেছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী চম্পা। সামনে বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরমধ্যে রয়েছে মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’। এ ছবির কাজ খুব শিগগিরই শুরু করবেন তিনি।
এছাড়া চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছবিটির কাজও সমপ্রতি শেষ হয়েছে। পাশাপাশি ইদ্রিস হায়দারের পরিচালনায় ‘নীলফড়িং’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন চম্পা। এ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭