দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী লিঃ (বিডি ফাইন্যান্স) এর বংশাল শাখা নতুন ঠিকানা মাহমুদ টাওয়ার (লেভেল-৭), ১৯,নর্থ-সাইথ রোড, সিদ্দিক বাজার, বংশাল ঢাকা-১০০০ স্থানান্তরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর ও বিডি ফাইন্যান্সের পরিচালক জনাব মো. আবুল কাশেম আজ (নভেম্বর-২৪,২০১৯) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শাখার নতুন অফিসের শুভ উদ্বোধন করেন। এ সময় বিডি ফাইন্যান্স-এর চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিডি ফাইন্যান্সের পরিচালক জনাব ইহতিয়াজ ইউসুফ ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব তারিক মোর্শেদ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদীন সোহেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এই অনুষ্ঠানে গ্রহকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, নাগরিক সূধিমহল,সরকারী-বেসরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারাসহ কোম্পানীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।