সর্বশেষ মোস্তফা সরয়োর ফারুকী পরিচালিত ‘ডুব’ এবং তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পূর্বের মতোই প্রশংসিত হয়েছিলেন তিশা। যে কারণে তিনি বছর জুড়েই আলোচনার শীর্ষে ছিলেন ।
দর্শকদের জন্য খুশীর সংবাদ হলো, চলতি বছরেই আসছে তার অভিনীত তিনটি চলচিত্র। এরই মধ্যে মোস্তফা সরয়োর ফারুকীর নির্দেশনায় ‘শনিবারের বিকেল’ চলচিত্রের শুটিং শেষ করেছেন। এ চলচিত্রে তিনি রাইসা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া মুকুল রায় চৌধুরীর নির্দেশনায় ‘হলুদবনি’ চলচিত্রের কাজটিও শেষ করেছেন। অরিন্দম শীলের নির্দেশনায় ‘বালিঘর’ চলচিত্রের শুটিং শুর করবেন বলে তিনি জানান।
চলচিত্রের বর্তমান অবস্থা সর্ম্পকে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমাদের চলচিত্রের সার্র্বিক অবস্থা ভালো। আমি আশাবাদী, আগামীতে আমাদের চলচিত্রের অবস্থা আরো ভালো হবে। দিনদিন চলচিত্র ও নাটাকের দর্শক বাড়ছে’।
আজকের বাজার : আরজেড/আরএম/২০ ফেব্রুয়ারি ২০১৮