তামিল সুপারস্টার রজনীকান্ত নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। তামিলনাড়ুর আগামী বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের সবগুলোতে নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল গঠন করবেন তিনি। রোববার ৩১ডিসেম্বর এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলা হয়েছে। চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডবে ভক্তদের সঙ্গে সাক্ষাতপর্বের ষষ্ঠ দিনে রাজনীতিতে প্রবেশের কথা জানিয়ে নিজের একটি দল গঠনের ইঙ্গিত দিয়েছেন এই তারকা।
রজনীকান্ত বলেন, রাজনীতির সঙ্গে আমার যোগ নতুন কিছু নয়। ১৯৯৬ সাল থেকেই রাজনীতির সঙ্গে যোগ রেখে চলেছি। তবে, প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসতে একটু দেরিই হয়ে গেল। আগামী ৩১ ডিসেম্বর আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।
রোববার সকাল থেকেই রাঘবেন্দ্র মণ্ডবে ছিল উপচে পড়া ভিড়। ‘থালাইভা’কে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। তার বক্তব্য শুরু হওয়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা।
রজনীকান্ত বলেন, দেশের গণতন্ত্র বিপর্যস্ত। রাজনীতিকরা গণতন্ত্রের নামে সাধারণ মানুষের জমি এবং সম্পত্তি হরণ করছেন। এটাই সঠিক সময় পরিবর্তনের। গণতন্ত্রের অবস্থা খুব খারাপ। দেশের অন্যান্য রাজ্য আমাদের (তামিলনাড়ু) নিয়ে মজা করছে। এখন সিদ্ধান্ত নিতে দেরি করলে পরে আফসোস করব।
আজকের বাজার:এসএস/৩১ডিসেম্বর ২০১৭