সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চলতি বছর চার হাজার হেক্টর জমিতে বোনা আমন ও ১০ হাজার ২২০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। বিভিন্ন জাতের রোপা ও বোনা আমন ধান কাটা শুরু হয়েছে প্রায় এক মাস আগে। আমন ধানের বাম্পার ফলনে এ বছর কৃষকের চোখে-মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকরা নতুন ধানের আশানুরূপ দাম পেয়েও বেজায় খুশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলার মাঠে বোনা ও রোপা আমন সরসড়িয়া, দিঘা, সাদা দিঘা, কাজলদিঘা ও রোপা আমন ধানসহ বিভিন্ন জাতের ধান কাটা প্রায় শেষ। এ বছর বন্যায় অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এ উপজেলার কৃষক। আশাতীত ফলন হওয়ায় আমরা খুশি।
মাধাইনগর ইউনিয়নের কৃষক শাহ-আলম জানান, রোপা ও বোনা আমন কৃষকের জন্য লাভের আবাদ। রাসায়নিক সার ও কীটনাশকের খরচ কম থাকায় যে ফলন পাওয়া যায় তাতেই কৃষকের লাভ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চলতি বছর আমন ধানের উৎপাদন ভালো হয়েছে। আশা করা হচ্ছে, এবার আমনের বাম্পার ফলন হচ্ছে।
আজকের বাজার: আরআর/ ০৫ ডিসেম্বর ২০১৭