কোভিড-১৯-এর পরীক্ষা বাড়াতে যুক্তরাষ্ট্র শনিবার ঘর থেকে একটি ডিআইওয়াই নাকের নমুনা সংগ্রহ কিট’র অনুমোদন দিয়েছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও অষুধ কর্তৃপক্ষ(এফডিএ) প্রথম ২১ এপ্রিল নাক থেকে নমুনা সংগ্রহের এই কিট ব্যবহারের অনুমোদন দেয়। সংগৃহীত নমুনা ল্যাবকর্প ( মেজর চেইন অব ল্যাবরেটরীজ)-এর আওতায় পরীক্ষার ব্যবস্থা থাকছে। খবর এএফপি’র।
৮ মে এফডিএ এই পদ্ধতির উদ্ভাবক প্রতিষ্ঠান রুটজারস বিশ^বিদ্যালয়কে ঘর থেকে জিহ্বার নমুনা সংগ্রহের এই কিট ব্যবহারের অনুমোদনের সবুজ সংকেত দেয় । শনিবার এফডিএ এভ্রিওয়েলকে নাক থেকে নমুনা সংগ্রহের অনুমোদন দেয়।
এফডিএ-এর সেন্ট্রাল ফর ডিভাইসেস এন্ড রেডিওলজিক্যাল হেলথ-এর পরিচালক জেফরি শুরেন বলেছেন,‘ কোভিড-১৯-এর ঘর থেকে এই নমুনা সংগ্রহ পদ্ধতি শুধুমাত্র পরীক্ষার সংখ্যাই বাড়াবে না বরং এতে ভাইরাসে আক্রান্তের সম্ভাবনাও প্রকাশ পাবে।’
কোভিড ট্র্যাকিং প্রকল্প জানিয়েছে, সোমবার থেকে যুক্তরাষ্ট্রে গত এপ্রিলে শুরুর তুলনায় দ্বিগুণ হারে অর্থাৎ প্রতিদিন ৩ লাখেরও বেশি লোকের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।