নতুন নিয়মে ক্রিকেট

২০ অক্টোবরে অনুষ্ঠিত হবে দ্যা হান্ড্রেডের প্রথম প্লেয়ার্স ড্রাফট। যেখানে প্রতিটি দল ১০০ সেকেন্ড করে পাবে প্রতিটা প্লেয়ার দলে নিতে। দলগুলো সর্বোচ্চ ৩ জন করে ওভারসিজ প্লেয়ার দলে নিতে পারবে।

২০ অক্টোবরের ড্রাফট থেকে এক দল সর্বোচ্চ তিনজন বিদেশী ক্রিকেটারকে নিতে পারবে। আগামী বছর ১৭ জুলাই-১৬ আগস্ট হবে এই নতুন টুর্নামেন্ট, যেখানে খেলবে ইংল্যান্ডের আটটি শহরভিত্তিক দল- লন্ডন (দুটি), বার্মিংহাম, কার্ডিফ, লিডস, ম্যানচেস্টার, নটিংহাম, সাউদাম্পটন। এখানে প্রতিটি ইনিংস হবে ১০০ বলের।

দ্যা হান্ড্রেডের নিয়মঃ

প্রতি ইনিংসে খেলা হবে ১০০ বল করে। প্রতি ১০ বল পরপর প্রান্ত বদল করে হবে খেলা। একজন বোলার চাইলে একটানা ৫টি বা ১০টি বল করতে পারবে। তবে এক ইনিংসে কোনো বোলার ২০ বলের বেশি করতে পারবে না।

প্রতি ইনিংসের প্রথম ২৫ বলে থাকবে একমাত্র পাওয়ার প্লে। যে সময়ে ত্রিশ গজের বৃত্তের বাইরে থাকতে পারবে মাত্র ২ জন ফিল্ডার। প্রতি ইনিংসেই আড়াই মিনিট করে স্ট্র্যাটেজিক টাইম আউট পাবে ফিল্ডিং দল।

আজকের বাজার/লুৎফর রহমান