নতুন নৌপ্রধানের দায়িত্ব পেলেন আওরঙ্গজেব চৌধুরী

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী নতুন নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছে। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৬ জানুয়ারি বিকালে ভাইস এডমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে নৌবাহিনীর প্রধান হিসেবে আওরঙ্গজেব চৌধুরী দায়িত্ব নেবেন।

তিনি এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী তিন বছর ধরে উপকূল রক্ষী বাহিনী-কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজকের বাজার/এমএইচ