নুসরাত ফারিয়া। একজন মডেল, উপস্থাপক এবং অভিনেত্রী। এছাড়া নাচে তার ভালো দখল আছে সেটাও অজানা নয়। কিন্তু আপনি জানেন কী একজন কণ্ঠশিল্পীও তিনি! এবার সেই পরিচয়ে ভক্তদের সমানে আসছেন তিনি।
জানা গেছে, শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন তার প্রথম গান ‘পটাকা’। গানের কথা লিখেছেন রাকিব রাহুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
এ প্রসঙ্গে জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, অনেক দিনের ইচ্ছা থেকেই গান গাওয়া। আমার গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এজন্য গত ৬ মাস ধরে গানের অনুশীলন করেছি। এরপর সুরকার যখন বলেছেন, গান রেকর্ড করা মতো অনুশীলন হয়েছে, তখনই স্টুডিওতে গেছি। চুপিসারে গান রেকর্ড করা হলেও প্রকাশের আগে তা সবাই জানাব বলেই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, ‘পটাকা’ গানটি প্রকাশ করা হবে আগামী এপ্রিল মাসে। অডিওর পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা আছে। এ নিয়ে নির্মাতা বাবা যাদবের সঙ্গে কথা হয়েছে তার। মিউজিক ভিডিওতে ফারিয়ার পাশাপাশি নামী একজন মডেল থাকবেন বলেও তিনি।
আজকেরবাজার/এইচজে