নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক

ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক।

ফেসবুক খুললে বিভিন্ন পোস্টে দু’টি নতুন অপশন দেখা যাবে। ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ নামে এই নতুন দু’টি অপশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট কিংবা কমেন্টে নিজেদের মতামত জানাতে পারবেন।

এবছরের ফেব্রুয়ারিতে এই ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচারটি নিয়ে পরীক্ষা চালায় ফেসবুক। বর্তমানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হয়েছে ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচার দু’টি। বাংলাদেশ কবে ফিচার দু’টি চালু হবে সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক।

এর আগে ফেসবুক ‘ডিসলাইক’ বাটন চালু হওয়ার কথা শোনা গেলেও নতুন ‘ডাউনভোট’ ফিচারটি যে ‘ডিসলাইক’-এর মতো কাজ করবে, তা কিন্তু নয়। কোন ফেসবুক ব্যবহারকারী যদি কোন পোস্ট কিংবা কমেন্টে ‘ডাউনভোট’ অপশন ক্লিক করেন, তা হলে সেই পোস্টটি হাইড হয়ে যাবে তাঁর কাছে। পাশাপাশি যিনি ওই পোস্টটি করেছেন তিনিও বুঝতে পারবেন, তাঁর পোস্ট কিংবা কমেন্টে নেগেটিভ রিঅ্যাকশন পড়ছে।

আজকের বাজার/আরআইএস