নতুন বউদি মোনালিসা

‘হইচই’এর হিট ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজন যে স্বস্তিকা মুখোপাধ্যায় করতে রাজি হননি, তা অনেকদিন আগেই জানা গিয়েছিল। খোঁজ চলছিল নতুন বউদির। শোনা গিয়েছিল, সেই ভূমিকায় দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। কিন্তু সেই ধারণা ভেঙে লঞ্চ হল নতুন বউদি মোনালিসা!

কলকাতার সংবাদ মাধ্যম এবেলা এক প্রতিবেদনে জানায়, কলকাতার বাঙালি কন্যা মোনালিসা এর আগে বহু দক্ষিণী, ওড়িয়া, হিন্দি এবং কিছু বাংলা ছবিও করেছেন। তবে ‘বিগ বস্‌’এ অংশ নেওয়ার পর তিনি আরো পরিচিতি পান। নতুন সিজনে তিনি ঝুমা বৌদির ভূমিকায়। নতুন মুখ নিয়ে এই সিরিজ আগের মতো জনপ্রিয় হবে কি না, এখন সেটাই দেখার।

পাশাপাশি ‘হইচই’এ শুরু হচ্ছে আরো দু’টো নতুন সিরিজ। হরর সিরিজ ‘বুনো’এ অভিনয় করছেন দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়। একটি রিসর্টে ছুটি কাটাতে গিয়ে তাঁদের অদ্ভুত অভিজ্ঞতা নিয়েই এই সিরিজের গল্প।

দ্বিতীয় সিরিজটার নাম ‘জাপানি টয়’। উত্তর কলকাতার ছেলে পরিবারের অনিচ্ছা সত্ত্বেও কলকাতার প্রথম সেক্স শপ খোলে কীভাবে, তা নিয়েই গল্প। অভিনয়ে রাজদীপ গুপ্ত এবং ঈশা সাহা।

এস/