সময়ের স্রোতে এগিয়ে চলতে নতুন আরেকটি বর্ষে পা রাখলো পৃথিবী। আজ রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ২০২০ সাল। পুরনোকে ভুলে নতুন করে শুরুর আশায় বিশ্বব্যাপী আনন্দের সঙ্গে পালন করা হয় নতুন বছর। বাদ যাননি ক্রিকেটাররাও। নতুন বছর উপলক্ষে ভক্ত সমর্থকদের জন্য কিছু বার্তা দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘২০২০ সাল আমাদের জন্য একটা নতুন দশকের সূচনা। বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত সময় পার করছেন মুশফিকুর রহিম। এর মাঝেও ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। মুশফিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রতিটি সমাপ্তি একটা নতুন সূচনার বার্তা দেয়। আপনাদের আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় দৃঢ় রাখুন, তাহলে সবসময় জয়ের পথেই থাকবেন। সাহস, বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি বছর ভালোভাবে কাটাতে পেরেছি, আলহামদুলিল্লাহ! সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
আজকের বাজার/আরিফ