নতুন বাস ‘গ্রীন ঢাকা’

নিটল মটরস লিমিটেডের পক্ষ থেকে রমনাপার্কে গ্রীন ঢাকা এসি বাস সার্ভিস পরিবহনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গত বছর নভেম্বরে নিটল মটরসের অনুকুলে ২টি রুটে ৪০টি করে মোট ৮০টি এসি বাস রুট পারমিট লাভ করে। আব্দুল্লাপুর টু পোস্তগোলা ও সাভার থেকে আব্দুল্লাপুর চলাচল করবে বাসগুলো।

এস/