নতুন বিজ্ঞাপনে নোবেল

ছবি :ইন্টারনেট

প্রায় এক বছর পর নতুন একটি বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল নোবেল। এমকে ইলেক্ট্রনিক্সের এই বিজ্ঞাপনে নোবেলের সঙ্গে থাকছেন মডেল-অভিনেত্রী সাদিয়া রুবায়েত।

শহিদ উন নবীর পরিচালিত বিজ্ঞাপনটির শুটিং কোক স্টুডিও এবং এম কে ইলেক্ট্রনিক্সের শো-রুমে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে নোবেল বলেন, একটি সুখী পরিবারের গল্প নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। গল্পের বিষয়বস্তুতেও নতুনত্ব রয়েছে। আমি আসলে এখন খুব বেছে কাজ করি। বিজ্ঞাপনের ব্রান্ড, গল্প, পরিচালক, নির্মাণশৈলী, বাজেট, কো-আর্টিস্ট সবকিছু ভালো হলে আমি কাজটি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এই বিজ্ঞাপনে আমি তা পেয়েছি। আশা করছি বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।

জানা গেছে বিজ্ঞাপনটির প্রচার খুব শীগ্রই শুরু হবে।

নোবেল সর্বশেষ গত বছর মডেল হয়েছেন রবির একটি বিজ্ঞাপনে। এতে তার সঙ্গে ছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।

আরএম/