নতুন বিজ্ঞাপনে ফিরছেন নায়লা নাঈম

বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। বরাবরই একটু সাহসী বক্তব্য ও খোলামেলা ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকেন তিনি।

বিজ্ঞাপনের শুটিং করতে মডেল নায়লা নাঈম সম্প্রতি গিয়েছিলেন নায়িকা মিষ্টি জান্নাতের রেস্তোরাঁ ‘সিনে ক্যাফে’তে। সেখানে কাজের অভিজ্ঞতা নিয়ে নায়লা বলেন, কাজটি করে অনেক ভালো লাগল, নিজেকে সব সময় ভিন্নভাবে উপস্থাপন করতে ভালো লাগে। এই বিজ্ঞাপন ও এর গল্প দুটিই একটু ভিন্ন। সব মিলিয়ে সবার কাছে কাজটি ভালো লাগবে বলে মনে করি।

একটি অ্যাপস কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন নায়লা। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন নির্মাতা আশিকুর রহমান। এতে নায়লা নাঈমের সঙ্গে আনন্দ খালেদ ছাড়াও অনেকে অভিনয় করছেন।

‘সিনে ক্যাফে’ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হবে। বিজ্ঞাপনে অংশ নেয়া প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ভালো একটা কাজ হবে বলে মনে করছি। তাই এই অ্যাপসের বিজ্ঞাপনে কাজ করতে আগ্রহী হয়েছি। আর আমার ধারণা, এই অ্যাপস ব্যবহারকারীদের জন্য নতুন দরজা খুলে দেবে। অ্যাপসের মাধ্যমে ডিসকাউন্ট আমাদের দেশে এটাই প্রথম। আর এমন একটি অ্যাপসের মডেল হতে পেরে আমিও আনন্দিত।

নায়লা নাঈম ‘রাত্রীর যাত্রী’ নামের সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছেন। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।