পুঁজিবাজারে তালিকাভু্ক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নতুন ব্রান্ডের মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩টি নতুন মেশিনারিজ কিনবে।
কোম্পানিটি জিই জেনাচার ন্যাচারাল গ্যাস জেনেট (অস্ট্রিয়া), রোটারি স্ক্রিন ইন্ডরিং ৬৪০ এমএম (২০৮০ পিসি) (ইতালি) এবং হাইড্রো এক্সট্রাক্টর মেশিন (ইতালি) নামে এসব মেশিন আমদানি করবে কোম্পানিটি।
কোম্পানিটির মেশিন কিনতে মোট ৪ লাখ ৭২ হাজার ৫৯২ ইউরো ব্যয় হবে।