দেড় কোটি টাকা ব্যয়ে যশোর সদর উপজেলার ১৮ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম।
শিক্ষা অফিস সূত্র জানায়, সদরের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট দূর করতে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাস থেকে নতুন ভবন নির্মাণ শুরু হয়েছে। কোন বিদ্যালয়ে তিন কক্ষ আবার কোনটি ছয় কক্ষ বিশিষ্ট ভবন নির্মিত হচ্ছে। ইতোমধ্যে নিমতলি ও এসএমবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষে প্রধান শিক্ষককে ভবন বুঝিয়ে দেয়া হয়েছে।
এছাড়া, হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালপুর খরিচা ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসএমবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজির শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নারাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলমান আছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আগে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা ও সমস্যার তথ্য সঠিকভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়নি। এ কারণে বিদ্যালয়গুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিল। বর্তমানে এসব তথ্য সঠিকভাবে অধিদপ্তরে পাঠানো হচ্ছে, এ কারণে বেশি বেশি উন্নয়ন হচ্ছে।