নতুন একটি বিশেষ ধরনের ভাইরাস ছড়াচ্ছে তেলাপিয়া মাছ থেকে। ভাইরাসটির নাম ‘তেলাপিয়া লেক’। দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা-এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। সম্প্রতি এই রোগের ব্যাপারে বিশ্ববাসীকে সাবধান করে বিশেষ সতর্কতা জারি করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এ ধরনের ভাইরাসে আক্রান্ত তেলাপিয়া মাছের গায়ে ফোসকা পড়বে, এরা খাবার কম খাবে। তবে এমন কোনো মাছ দেশের খামারে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদফতরের বিজ্ঞানীরা।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ বলেন, তারা নিয়মিতভাবে বিভিন্ন খামারে মাছের পরীক্ষা করেন। সেখানে এ ধরনের কোনো রোগাক্রান্ত মাছ পাওয়া যায়নি। তবে কেউ ব্যক্তিগতভাবে ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড থেকে তেলাপিয়া মাছের পোনা নিয়ে আসছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা উচিত। এফএওর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশও এ ভাইরাসের আক্রমণের শিকার হতে পারে। এরইমধ্যে এ রোগ ছড়িয়ে পড়েছে এমন দেশ থেকে যাতে অন্য দেশগুলো তেলাপিয়া আমদানি না করে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে মৎস্য অধিদফতরের মহাপরিচালক আরিফ আজাদ বলেন, মূলত অল্প জায়গায় বেশি মাছ চাষ করলে ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণ না করলে এ ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হয়। আমরা এ ব্যাপারে চাষিদের সচেতন করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছি।
আজকের বাজার/শারমিন আক্তার