সর্বশেষ ২০১৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে ‘জানালার গ্লাস’ নামের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল প্রসূন আজাদকে।এটি ছিল তার প্রথম মিউজিক ভিডিও। সে বছরই ‘একটা ছায়া’ নামের আরো একটি কাজ করেন।
মাঝে বেশ কিছু বিরতি ও মান-অভিমানের পর্ব শেষে আবারো কাজে ফিরেছেন প্রসূন। নাটকের পাশাপাশি এবার তাকে পাওয়া যাবে একটি গানের ভিডিওতে। এর নাম ‘জীবনের হিসাব’।
গীতিকার আসিফ ইকবালের লেখায় গানটির সুর-সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন অটামনাল মুন। মিউজিক ভিডিওতে প্রসূনের সঙ্গে অভিনয় করেছেন মনোজ কুমার। এতে মনোজ অভিনয় করেছেন একজন সৎ পুলিশ অফিসারের ভূমিকায়।
দেশ ও দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ ও স্ত্রী প্রসূনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন থেকেই এই মিউজিক ভিডিও-এর কাহিনি জানিয়ে প্রসূন বলেন, অনেকদিন পর গল্পনির্ভর এমন একটি মিউজিক ভিডিও করলাম। এতে আমি পুলিশ কর্মকর্তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। ভিডিওটির দৃশ্যধারণ ইতোমধ্যেই শেষ হয়েছে।
জানা গেছে, ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান কবির হিমেল। প্রযোজনা করেছে গানচিল মিউজিক। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে শিগগিরই এটি অবমুক্ত করা হবে।
আজকেরবাজার/এইচজে