পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল ৯৭ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালন পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানিটি থার্মোসল ডায়িং, সলিড ডায়িং, কন্টিনিউয়াস ওয়াশিং, ব্লিচিং ইউনিটসহ ইত্যাদি ক্ষেত্রে নতুন বড় ধরনের মেশিনারিস স্থাপনের জন্য এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে। এবং এতে করে বায়ারদের পছন্দ ও চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
বিনিয়োগকৃত কোম্পানির নাম হবে প্যারামাউন্ট ড্রেজিং লিমিটেড। যা প্যারামাউন্ট হোল্ডিংস লিমিটেড এবং মি. নাওয়াজ আহমেদের সহযোগী কোম্পানি হিসেবে কাজ করবে। মূলত ড্রেজিং ব্যবসার লক্ষ্যে এ কোম্পানিটিতে বিনিয়োগ করা হবে। কোম্পানিটিতে প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৫ শতাংশ শেয়ার থাকবে। আমদানির পূর্বে তারা সকল কার্যক্রম পূবালী ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করবে।