নতুন যুবরাজ মনোনয়নে চাঙা সৌদি’র শেয়ারবাজার

যুবরাজ পরিবর্তনের বড় প্রভাব পড়েছে সৌদি আরবের শেয়ারবাজারে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পুত্র মোহাম্মেদ বিন সালমানকে যুবরাজ মনোনীত করার খবরে চাঙা হয়ে উঠে দেশটির শেয়ারবাজার। আরব নিউজ জানায়,বুধবার সৌদি আরবের শেয়ারবাজারের মূল্যসূচক প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়ে যায়; যা গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ।

২১ জুন বুধবার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলেকে উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন।

এদিন রিয়াদ স্টক এক্সচেঞ্জের তাদাউল অল শেয়ার ইন্ডেক্স আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়ে ৭ হাজার ৩৩৪ পয়েন্টে উঠে আসে, পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পায়। এদিন বাজারে ১৫০ কোম্পানির শেয়ারের দাম বাড়ে, এর বিপরীতে দর হারায় মাত্র ১২টি কোম্পানির শেয়ার।

বিশ্লেষকদের মতে, বাদশার উত্তরসুরী পরিবর্তনের পাশাপাশি আরও দুটি বিষয় শেয়ারবাজারের মূল্যসূচকের বড় উল্লম্ফনে ভূমিকা রাখে। এর একটি হচ্ছে, দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পুরনো কিছু আর্থিক সুবিধা পুনর্বাহল।দ্বিতীয়টি হচ্ছে সৌদি শেয়ারবাজারকে ‘এমার্জিং মার্কেট (Emerging Market)’ এর তালিকায় অন্তর্ভূক্ত করার সম্ভাবনা।

বুধবার সৌদি বাদশা এক ফরমানে জানান, তিনি সরকারি ও সামরিক কর্মকর্তা-কর্মচারিদের বাতিল করে দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কিছু অংশ পুনর্বহালের কথা ভাবছেন। এর মধ্যে বিভিন্ন ধরনের ভাতা ও আর্থিক সুবিধা রয়েছে।

অন্যদিকে বুধবারই বিশ্বপুঁজিবাজারে বেঞ্চমার্ক নির্ধারণকারী প্রতিষ্ঠান এমএসসিআই ইনকরপোরেশন (সাবেক মরগান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল) ঘোষণা দেয়, সৌদি শেয়ারবাজারকে এমার্জিং মার্কেট এর তালিকায় অন্তর্ভূক্ত করা যায় কি-না তা তারা পর্যালোচনা করে দেখছে। সৌদি বাজার তাদের পর্যবেক্ষণ তালিকায় আছে। বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজাররা এমএসসিআই এর বিশ্লেষণকে গুরুত্বের সাথে বিবেচনা করে। তাদের এই ঘোষণায় সৌদি বাজারের প্রতি ফান্ড ম্যানেজারদের আগ্রহ বাড়বে এবং বাজারে বিদেশী বিনিয়োগ বাড়বে বলে আশাবাদ তৈরি হয়।

আজকের বাজার:এএন/এলকে/ ২১ জুন ২০১৭