অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।
এতোদিন সবচেয়ে বেশি ১২৮ টেস্ট ম্যাচ পরিচালনার রেকর্ডের মালিক ছিলেন স্টিভ বাকনর। তবে বৃহস্পতিবার পার্থ-এ স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে মাঠে নেমেই সর্বোচ্চ ১২৯ টেস্ট ম্যাচ পরিচালনার রেকর্ডটি নিজের করে নেবেন আলিম দার।
এক দশক পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট খেলার পর পেশা হিসেবে আম্পায়ারিংকে বেছে নেন ৫১ বছর বয়সী দার। ২০০৩ সালে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে ঢাকার মাঠে ফিল্ড আম্পায়ার হিসেবে অভিষেক ঘটে তার। আইসিসির এলিট প্যানেলের এ আম্পায়ার আগামীকাল ক্যারিয়ারের ১২৯তম টেস্ট ম্যাচে আম্পায়ারিং করতে নামবেন।
শ্রীলংকার বিপক্ষে নিজ মাঠে পাকিস্তানের ওয়ানডে সিরিজে ২০০০ সালে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ২০৭টি ম্যাচ পরিচালনা করেছেন দার। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী দক্ষিণ আফ্রিকার রুডি কোয়েৎজারের ২০৯ ম্যাচের রেকর্ড ভাঙতে আর মাত্র দুই ম্যাচ দূরে আছেন পাকিস্তানের দার। ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও পরিচালনা করেছেন তিনি।
মাইলফলকের সামনে থাকা দার বলেন, ‘এটা এমন একটা মাইলফলক যা ক্যারিয়ার শুরুর সময় আমি কখনো চিন্তা করিনি। সত্যিই এটা একটা অসাধারণ অনুভূতি এবং নিজ দেশের গুজরানওয়ালাতে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ায় মাঠে নামার সময় এটা হবে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
আজকের বাজার/আরিফ