একগাল লম্বা দাড়ি, হালকা গোলাপি পাগড়ি এবং চেক শার্টে দেখা মিলল বলিউড সুপারস্টার আমির খানের। অভিনেতা লুক বদলে ফেলেছেন ঠিকই কিন্তু তাঁর পরবর্তী ছবির জন্য। সোমবার প্রকাশ্যে এল আমির খানের পরবর্তী ছবি লাল সিং চড্ডা-র পোস্টার। মুখে একটা হাসি নিয়ে ট্রেনের কামরায় বসে রয়েছেন তিনি। আমিরের এই লুকই ছেয়ে গিয়েছে টুইটারে।
আমিরের ছবি দেখেই মোহিত দর্শকরা। মনে হচ্ছে ফের ফ্যানেদের চমকে দিতে চলেছেন অভিনেতা। টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক এই ছবি। আমিরের ৫৪তম জন্মদিনের দিনই ঘোষণা করা হয়েছিল এই ছবির।
ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকে। তলাস ও থ্রি ইডিয়সের পর এই নিয়ে তৃতীয়বার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে।
এই বছরের প্রথমদিকেই লাল সিং চড্ডার নির্মাতারা অফিসিয়াল লোগো শেয়ার করেছিলেন। ছোট্ট সেই লোগোয় দেখা গিয়েছিল একটি পালক এবং নেপথ্যে শোনা যায় একটি গান- ”ক্যায়া পতা হাম মে হ্যায় কাহানি ইয়া হে কাহানি ম্যায় হাম”।
২০২০ সালের ক্রিসমাসে মুক্তি পাবে অদ্বৈত চৌহান পরিচালিত ছবি লাল সিং চড্ডা।
আজকের বাজার/লুৎফর রহমান