নতুন সংসারে মাহি

বিয়ের পর থেকে ঢাকায় বাবার বাড়ি ও সিলেটের শ্বশুরবাড়িতে সময় পর করেছেন ঢালিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। এবার নিজের নতুন সংসার নিজের হাতেই সাজিয়েছেন তিনি।

নতুন ফ্ল্যাটের ড্রয়িং-ডাইনিং স্পেসকে লাল -হলুদে সাজিয়েছেন নায়িকা বেডরুমেও আছে লালের ছোঁয়া। আপাতত মেঝেতেই বিছানা পাতা।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে নতুন ফ্ল্যাটের ছবি পোস্ট করেছেন মাহি। ছিমছাম, কম আসবাবপত্রের মধ্যে সাজানো-গোছানো এ ফ্ল্যাটের বিভিন্ন রুমের ছবি দিয়ে স্বামীর উদ্দেশ্যে ক্যাপশন দিয়েছেন ‘মাহি-অপুর সংসার। আজ থেকে আমি আর তুমি।’

এছাড়া ড্রয়িং রুমে ছোট ছোট টবে গাছও দেখা যাচ্ছে। লাল রঙের সাজসজ্জার মাঝে সবুজ গাছগুলো বেশ আকর্ষণীয় হয়ে ওঠেছে। ছিমছাম ড্রয়িংরুমে বসে বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করছেন নায়িকা।

২০১৬ সালে ২৪ মে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি স্বামী পারভেজ মাহমুদ অপুকে নিয়ে নিজের একান্ত ফ্ল্যাটে ওঠলেন এ অভিনেত্রী। শুরু করেছেন নতুন সংসার।

আজকের বাজার/আরআইএস