জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন সম্প্রতি ‘নতুন সকাল’ শিরোনামে একটি নতুন নাটকে অভিনয় করেছেন। নাটকে আনিসুল হকের বিপরীতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা।
অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, নির্মাতা হিসেবে চয়নিকা চৌধুরীর কথা নতুন করে বলার কিছু নেই। তার নির্মাণ সম্পর্কে সবাই জানেন। তিনি যে ধরনের গল্পে কাজ করেন এটিও তার ব্যতিক্রম নয়। গল্পের কারণেই নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
নীলাঞ্জনা নীলা বলেন, মিলন ভাইয়ের সঙ্গে নাটকে কাজ করলাম। সিনিয়র হলেও সহশিল্পী হিসেবে তিনি বেশ সহযোগিতা পরায়ণ। নাটকটিতে অভিনয়ের সময় আমরা সবাই গল্পের ভেতর ডুবে গিয়েছিলাম।
চয়নিকা চৌধুরী বলেন, আমার নির্মাণের একটা সাইন রয়েছে। আমি সাধারণত সম্পর্কের গল্পগুলো টিভিতে দেখানোর চেষ্টা করি। এটির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।
আনিসুর রহমান মিলন ও নীলাঞ্জনা নীলা নাটকে আরো রয়েছেন পারশা ইভানা। রুম্মান রশিদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটি এ নির্মাতার ৩৬১তম নাটক।
এস/