নতুন সময়ে চ্যাম্পিয়ন্সলীগ শুরু করছে বার্সেলোনা

FC Barcelona's Lionel Messi controls the ball during the Spanish La Liga soccer match between Real Sociedad and FC Barcelona at the Anoeta stadium, in San Sebastian, northern Spain, Saturday, Sept. 15, 2018. (AP Photo/Jose Ignacio Unanue)
আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্সলীগের এবারের মৌসুমে নতুন সময়ের সাথে দর্শকদরে খাপ খাইয়ে নিতে সহায়তা করছে বার্সেলোনা। খবর ইউএনবি’র।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারের মৌসুমে সবগুলো খেলায় শুরু হবে স্থানীয় সময় রাত ৯টা থেকে, যা্ পূর্বের আসরের সময় থেকে ১৫ মিনিট পর।
মঙ্গলবারের গ্রুপ পর্বে ক্যাম্প ন্যুতে পিএসভি এইনদোভেনের বিপক্ষে খেলবে বার্সেলোনা। একই সময়ে টটেনহামের বিপক্ষে খেলবে ইন্টারমিলান।
ইংল্যান্ড, জার্মানি, স্পেন ও ইতালিতে চতুর্থস্থান অর্জন করায় প্লেঅফ ম্যাচ না খেলে সরাসরি গ্রুপ পর্ব খেলছে ইন্টারমিলান।
আজকের বাজার/এমএইচ