নতুন সানি লিওন, সঙ্গে দক্ষিণ আফ্রিকার অভিনেতা

ছোটবেলার সানি লিওনকে দেখতে চান ? হাজির র‍্যাসা এক্স৷ ইনিই হলেন ছোট সানি লিওন৷ আসলে সানির বায়োপিকে র‍্যাসাই অভিনয় করবেন সানির ছোটবেলার চরিত্রে৷ তৈরি হচ্ছে সানি লিওনের বায়োপিক৷

নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, একটি ওয়েব সিরিজের মাধ্যমে তুলে ধরা হবে সানির জীবনের গল্প৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় সে খবর জানিয়েছেন এই সুন্দরী৷ নিজের চরিত্রে নিজেই অভিনয় করবেন সানি৷ কিন্তু ছোট বয়সের সানি লিওন কে হবেন, কে অভিনয় করবেন তা নিয়ে খোঁজ চালাচ্ছিলেন পরিচালকরা৷ সেখানেই বেছে নেওয়া হয়েছে র‍্যাসা এক্সকে৷

এমনিতেই পর্নস্টারের বলিউড যাত্রা নিয়ে খোঁজ খবর তো কম হয় না৷ এবার নিজের কথা নিজেই জানাবেন তিনি৷ তবে ছবিতে সানি নিজের ভূমিকায় অভিনয় করলেও, তার স্বামী ড্যানিয়ালের ভূমিকায় থাকছেন দক্ষিণ আফ্রিকার এক অভিনেতা৷

এস/