নতুন তিনটি সিরিজ নিয়ে আবারো বাজারে আসছে অ্যাপল। প্রতিষ্ঠানটি চলতি বছরে নতুন এই তিনটি ফোন উন্মোচন করতে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ফোনগুলোর আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। এই লক্ষ্যে তারা প্রডাকশন টেস্ট চালানো শুরু করেছে।
অ্যাপল সূত্রে জানা গেছে, তিনটির মধ্যে একটি ফোনের আকার হবে আইফোন ১০ এর চেয়েও বড়। এই ফোনের কোডনেম দেওয়া হয়েছে ডি৩৩। ফোনটিতে থাকবে ৬ দশমিক ৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। ওএলইডি প্রযুক্তি সমৃদ্ধ এই ফোনের রেজুলেশন হবে ১২৪২*২৬৮৮ পিক্সেল। আইফোন ১০ এর মতো এতেও থাকবে ফেইসআইডি ফিচার। প্রসেসর হিসেবে থাকবে এ১২।
অন্যটির আকার হবে আইফোন ১০ এর সমান, ৫ দশমিক ৮ ইঞ্চি। এই ফোনের কোডনেম দেওয়া হয়েছে ডি৩২। এতেও থাকবে পরবর্তী প্রজন্মের এ১২ প্রসেসর।এশিয়ায় সোনালী রঙের ফোনগুলোর চাহিদা বেশি থাকে। ফলে ডি৩৩ ও ডি৩২ ফোন সোনালী রঙে বাজারে ছাড়া হতে পারে।আরেকটি ফোনে ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচার থাকলেও তা হবে সাশ্রয়ী মূল্যের। এতে থাকবে আইফোন ১০ এর মতো স্ক্রিন ও ফেইসআইডি ফিচার। তবে খরচ কমানোর জন্য এতে ওএলইডির পরিবর্তে ব্যবহার করা হবে এলইডি স্ক্রিন প্রযুক্তি।
আজকের বাজার : এমআর/আরএম/২৭ ফেব্রুয়ারি ২০১৮